চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইটালি প্রবেশ করতে গিয়ে ঠান্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু

অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ঠাণ্ডায় প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। তারা লিবিয়া থেকে নৌকা করে ইটালি যাচ্ছিলেন।

মঙ্গলবার রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে: লিবিয়া থেকে ইটালির লাম্পেদুসা দ্বীপে যাত্রা করা একটি নৌকায় ঠাণ্ডায় ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ওই নৌকায় ২৮০ জনের মতো অভিবাসী প্রত্যাশী ছিলেন। যাদের অধিকাংশ বাংলাদেশি ও মিসরীয় নাগরিক।

ইটালির আগ্রিজেন্তোর প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও এসকল অভিবাসীর মৃত্যুর কারণ হিসেবে দ্রুত শরীরের তাপমাত্রা কমে যাওয়াকে চিহ্নিত করেন।

তিনি আরও জানান: লামপিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে কোস্টগার্ডের সদস্যরা অভিবাসন প্রত্যাশীদের ওই  নৌকার সন্ধান পান। সেখানে অভিযান চালিয়ে জীবিতদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইটালি কর্তৃপক্ষ।