চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইটালির বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে দিবালা

ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী ইটালির বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত ফিনালিসসিমার জন্য ২৯ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা।

কোপা আমেরিকা জয়ী আলবি সেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনির দেয়া স্কোয়াডে বড় কোনো চমক নেই। দীর্ঘ সময় পর দলে ফিরলেন পাওলো দিবালা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দলে ডাক পেয়েছেন ডাচ ক্লাব ফেইনুর্ডের ডিফেন্ডার মার্কোস সেনেসি। ইতালি এবং আর্জেন্টিনা উভয় জাতীয় দলে ২৫ বর্ষী এ ডিফেন্ডার ডাক পেলেও শেষ পর্যন্ত তিনি আকাশি নীল জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ৩৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন স্কালোনি। সেই দল থেকে ছয়জনের চূড়ান্ত দলে জায়গা পাননি। তারা হলেন- লিয়ান্দ্রো পারেদেস, লুকাস ওকাম্পোস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও, নিকোলাস ডমিনগুয়েজ ও লুকাস মার্টিনেজ।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, জেরোনিমো রুল্লি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, হুয়ান ফয়থ, নাহুয়েল মোলিনা , হের্মান পেজেলা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, নেহুয়েন পেরেজ, মার্কোস আকুনা।

মিডফিল্ডার: গুইডো রদ্রিগেজ,অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, ইজিকুয়েল পালাসিও, জিওভানি লো সেলসো

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেজান্দ্রো পাপু গোমেজ, নিকোলাস গঞ্জালেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, পাওলো দিবালা, জোয়াকিন কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ।