চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইউরোপে কোভিড মহামারী অবসানের ইঙ্গিত

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট কোভিড মহামারীকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। তবে আশার কথা শুনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপে ভাইরাসটির দাপট অবসান হতে যাচ্ছে।

সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুজের বরাতে এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট নতুন আশা জাগিয়েছে। কোভিড-১৯ মহামারী পর্যায় থেকে মৌসুমী ফ্লুর মতো নিয়ন্ত্রণযোগ্য স্থানীয় রোগে পরিণত হতে শুরু করেছে।

হ্যান্স ক্লুজ আরও বলেছেন, কোভিড-১৯ মহামারী শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী মার্চের মধ্যে ইউরোপের ৬০ শতাংশ মানুষকে সংক্রামিত করতে পারে করোনা। আমরা আশা করছি, এই বছরের শেষ দিকে তা নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি একই রকম ধারণা দেন।

এবিসি টেলিভিশনের এক টক শো-তে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু স্থানে কোভিড-১৯ এর প্রকোপ দ্রুত কমে আসছে। এসব লক্ষণ ভাল কিছুর আশা দেখাচ্ছে।

ওমিক্রন নিয়ে নতুন এক গবেষণায় দেখা গেছে, সাধারণত ডেল্টার তুলনায় ভ্যাকসিনপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কম সংক্রমণ হয়। এটি মৌসুমি ফ্লুর মতো স্থানীয় রোগে স্থানান্তরিত হতে শুরু করেছে।

তবে হ্যান্স ক্লুজ সতর্ক করে দিয়ে বলেছেন, কোভিডকে কোনোভাবেই স্থানীয় রোগ বিবেচনা করা যাবে না । কারণ ভাইরাসটি এরই মধ্যে একাধিকবার তার রূপ বদল করেছে। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।

‘‘আপনি যদি ভালো না বোধ করেন তাহলে বাড়িতে থাকুন। পরীক্ষা করান। পরীক্ষা ফলাফল যদি পজেটিভ আসে, তবে আইসোলেশনে থাকুন।’’

কোভিড মহামারীর অবসানে ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রয়োজন কিনা- এমন প্রশ্নে ক্লুজ বলেন, ‘আমরা জানি ভ্যাকসিনের প্রতিটি ডোজের পর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ১৮ জানুয়ারি পর্যন্ত বিশ্বের অন্তত ৫৩টি দেশে এক সপ্তাহ আগেও সংক্রমণ ছিল ৬.৩ শতাংশ। মাত্র এক সপ্তাহের মধ্যে তা বেড়ে হয়েছে ১৫ শতাংশ।