চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইউরোপা লিগেও চলছে ইংলিশ ঝড়

কয়েক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেছে দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। সবকিছু ঠিক থাকলে ফাইনালেও দেখা হয়ে যেতে পারে এ দুই ক্লাবের। একই সমীকরণ ইউরোপা লিগেও। কোয়ার্টার ফাইনালে ঝড় তুলে শেষ চারে উঠে গেছে দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও আর্সেনাল।

স্ট্যামফোর্ড ব্রিজে তুমুল লড়াইয়ের এক ম্যাচে বৃহস্পতিবার রাতে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৪-৩ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে চেলসি। স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ জোড়া গোল করেছেন। অলিভিয়ের জিরুদের কাছ থেকে এসেছে আরেকটি। বাকি গোলটি প্রতিপক্ষের নিজেদের জালেই জড়ানো। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে থেকে সহজ জয়ের স্বপ্নই দেখছিল চেলসি।

দ্বিতীয়ার্ধে ম্যাচ জমিয়ে তোলেন স্লাভিয়া প্রাগের পেতর সাভিচ। ৫১ ও ৫৪ মিনিটে জোড়া গোল করে অঘটনের ইঙ্গিত দিচ্ছিলেন এ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ব্যবধান কমানো হয়নি চেক ক্লাবটির। দুই লেগ মিলিয়ে ৫-৩ অগ্রগামিতায় সেমিতে পৌঁছায় চেলসি। সেখানে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট।

কষ্ট হলেও ইতালিয়ান ক্লাব নাপোলির মাঠে শেষ হাসি এসেছে আর্সেনাল। ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন গানার ফরোয়ার্ড অ্যালেক্সান্দ্রে ল্যাকাজেত্তে। শেষপর্যন্ত ওই গোলটিই গড়ে দিয়েছে ব্যবধান। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় শেষচারে উনাই এমেরির দল। সেখানে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া!