চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউনিস-আজাহারের পর আসাদ শফিকের সেঞ্চুরি

‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইউনিস-আজহারের পর এবার সেঞ্চুরির দেখা পেলেন আসাদ শফিক।

এর আগে আজহার আলি তার অষ্টম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মিরপুর টেস্টের প্রথম দিনে পাকিস্তানী অভিজ্ঞ মিডিল অর্ডার ব্যাটসম্যান ইউনিস খান ক্যারিয়ারের ২৯ তম টেস্ট সেঞ্চুরি করে ১৪৮ রানে আউট হন। তার শত রানের ইনিংসটিতে ছিল ২০টি চার ও দুইটি ছয়ের মার। ৮৫ তম ওভারে তিনি মোহাম্মদ শহীদের শিকারে পরিনত হন।

দ্বিতীয় দিনে আগের দিনে সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রুপ দেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলি। তিনি ২২৩ রানে অপরাজিত আছেন।

এরপরই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন আসাদ শফিক। তিনিও ১০৪ রানে অপরাজিত আছেন।

শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৫২৮ রান।