চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইউটিউবে ‘লা পেরুজের সুর্যাস্ত’

বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস ‘লা পেরুজের সুর্যাস্ত’ অবলম্বনে নাটক…

বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জনপ্রিয় উপন্যাস ‘লা পেরুজের সুর্যাস্ত’ অবলম্বনে নির্মিত হলো চ্যানেল আইয়ের বিশেষ নাটক। যা নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ এবং নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার।

ঈদের দিন রাতেই চ্যানেল আইয়ের পর্দায় দর্শক নাটকটি দেখেছেন। করেছেন প্রশংসা। এরপর নাটকটি ইউটিউব চ্যানেল ‘চ্যানেল আই প্রাইম’ এ প্রকাশিত হয়। সেখানেও দেখছেন যারা গল্প প্রধান নাটক ভালোবাসেন।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেতা মামুনুর রশীদ, দিলারা জামান, নিরব, মারিয়া নূর, নিশাত প্রিয়ম প্রমুখ।

নাটকে মারিয়া নূর আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি আগেই জানিয়েছিলেন, যখন শুনেছি রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাটক0., তখনই কাজটি করতে চেয়েছি। তার গল্প উপন্যাস অনেক পড়েছি। প্রতিটি লেখায় অন্যরকম ভালো লাগা ব্যাপার থাকে।

‘লা পেরুজের সুর্যাস্ত’ মূলত পারিবারিক টানাপড়েনের গল্প। এরআগেও নির্মাতা আবু হায়াত মাহমুদ রাবেয়া খাতুনের গল্প উপন্যাস থেকে একাধিক নাটক নির্মাণ করেছেন।