চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

ন্যাটো এবং ইইউ মিত্রদের সাথে বৈঠকের পর শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সেখানে তিনি ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সাথে দেখা করবেন।

হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অযৌক্তিক এবং প্ররোচনাবিহীন যুদ্ধের সৃষ্টি করা মানবিক ও মানবাধিকার সংকটের বিষয়ে কীভাবে যুক্তরাষ্ট্র, মিত্র এবং অংশীদাররা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে বাইডেন সেসকল বিষয়ে আলোচনা করবেন।

সোমবার বাইডেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যে ফোনালাপের কথা রয়েছে।

বুধবার তিনি ন্যাটো এবং ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে যাবেন পাশাপাশি জি-৭’র বৈঠকে যোগ দেবেন। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, সফরকালে তার ইউক্রেন ভ্রমণের কোনো পরিকল্পনা নেই।