চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের চালান ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাঠানো একটি অস্ত্রাগার (লজিস্টিক টার্মিনাল) ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। ওডেসার ওই অস্ত্রাগারে বিদেশীদের পাঠানো অস্ত্রের বড় একটি চালান ছিল জানিয়েছে মস্কো।

রাশিয়ার সংবাদ সংস্থা আরটি জানায়, স্থানীয় সময় শনিবার ওই অস্ত্রাগারটি ধ্বংস করা হয়।

শহর কর্তৃপক্ষ দাবি করেছে, বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া আরও চারটি আক্রমণ চালানো হয় যার মধ্যে একটি সামরিক ঘাটিতে এবং কিছু আবাসিক ভবনে আঘাত করা হয়।

তবে প্রাথমিকভাবে সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাতে গিয়ে আবাসিক ভবনগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার সামরিক মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভের মতে, স্থানীয় সময় শনিবার বিকেলে একটি উচ্চ দূরপাল্লার বায়ুচালিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ওডেসার কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবস্থিত একটি অস্ত্রাগারে হামলা করা হয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো থেকে প্রাপ্ত বিদেশী অস্ত্রের একটি বড় ভান্ডার ছিল।

সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়া বারবার ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে ন্যাটোকে সতর্ক করেছে এবং মস্কো বলেছে তারা অস্ত্রের সরবরাহকে সামরিক অভিযানে অংশ হিসেবে বিবেচনা করবে।

ওডেসার আঞ্চলিক জরুরি পরিষেবাগুলো আগেই জানিয়েছিলো, রাশিয়ার গোলাগুলির কারণে একটি ১৬ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে, যে আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়।

রাশিয়ার এই আক্রমণের কথা স্বীকার করে এক বিবৃতিতে ইউক্রেন বলে, এই আক্রমণে একজন শিশুসহ ৬ জন নিহত হয়েছে এবং ১৮ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে, ৮৬ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় ইউক্রেন কর্তৃপক্ষ।