চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইংল্যান্ডকে হারাতে ক্রোয়েশিয়ার ‘প্রধান অস্ত্র’ মদ্রিচ, রাকিটিচ

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে হলে ক্রোয়েশিয়ার কাউন্টার অ্যাটাকে নজর দেয়া উচিত বলে মনে করেন দেশটির সাবেক খেলোয়াড় ফিলিপ টাপালোভিক। তিনি বলছেন, ক্রোয়েশিয়ার এই কাজে নির্ভর করতে হবে প্রধান অস্ত্র লুকা মদ্রিচ এবং ইভান রাকিটিচের উপর।

ক্রোয়েশিয়া এবার বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে আছে। মাঝমাঠে মদ্রিচ, রাকিটিচ দারুণ খেলে ম্যাচ নিয়ন্ত্রণ করছেন।

টাভালোভিক বলেন, ‘ইংল্যান্ডের তরুণ খেলোয়াড়দের খেলা আমি পছন্দ করি। ক্রোয়েশিয়াকে জিততে হলে কাউন্টার অ্যাটাকে নজর দিতে হবে। মদ্রিচ এবং রাকিটিচ প্রধান ভূমিকা রাখতে পারে।’

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-ইংল্যান্ড। তার আগে মঙ্গলবার মাঠে নামছে ফ্রান্স এবং বেলজিয়াম।

ক্রোয়েশিয়ার খেলার ধরণের কথা উল্লেখ করে টাপালোভিক বলেন, ‘ক্রোয়েশিয়ার খেলা হয়তো একটু ধীর, কিন্তু এটাও খেলার একটি কৌশল। তাদের ভালো খেলোয়াড় আছে। তারাও ভাল করতে পারে।’