চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইংলিশদের বিশ্বকাপ অধিনায়ক হ্যারি কেন

টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেনের হাতে অধিনায়কের বাহুবন্ধনী তুলে দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। রাশিয়া বিশ্বকাপে ইংলিশদের দ্বিতীয় শিরোপা এনে দেয়ার লড়াইয়ে কৌশলের কেন্দ্রেও নামবেন এ ফরোয়ার্ড।

কোচ গ্যারেথ সাউথগেটের পছন্দের তালিকায় শুরু থেকেই ছিলেন কেন। ২০১৬ সালে ইংলিশদের কোচের পদে বসার পর থেকেই সাউথগেট সময়-অসময়ে কেনের কাঁধে তুলে দিয়েছেন অধিনায়কের দায়িত্ব। মঙ্গলবার সেই দায়িত্বটা স্থায়ীভাবেই পেলেন ২৪ বছর বয়সী তারকা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইংল্যান্ডের হয়ে ২৩ ম্যাচে ১২ গোল আছে কেনের। গোল করার ক্ষমতার সাথে অধিনায়কের দায়িত্বটা তার সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে বলেই বিশ্বাস সাউথগেটের।

‘হ্যারির ব্যক্তিগত দারুণ কিছু গুণ আছে। সে নির্ভুলভাবে পেশাদারী একজন খেলোয়াড়। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে, অধিনায়ককে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে হয়। আর হ্যারি সেটা প্রতিদিনই যাচ্ছে।’

সাউথগেট ভুল কিছু বলেননি। প্রতি মৌসুমেই পারফরম্যান্সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কেন। সদ্য শেষ হওয়া ২০১৭/১৮ মৌসুমেও জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৪৫ গোল করেছেন ইংলিশদের নতুন ভরসা।