চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আ. লীগ-বিএনপির প্রত্যয়নপত্র বিতরণ শেষ পর্যায়ে

আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কার্যালয় থেকে পৌরসভা নির্বাচনে মনোনয়নপ্রাপ্তদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হচ্ছে। এ কাজ প্রায় শেষের দিকে বলে জানানো হয় দুই দলের পক্ষ থেকেই।

আওয়ামী লীগের পক্ষে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, প্রত্যয়নপত্র বিতরণের কাজ শেষ হয়েছে। মেয়র পদপ্রার্থীরা দলীয় প্রতীক নিয়েই নির্বাচনে দাঁড়াবেন।

তিনি আরো বলেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ জোটভূক্ত হিসেবে নয়, এককভাবে লড়বে। আওয়ামী লীগের সঙ্গে জোটভুক্ত যে দলগুলো রয়েছে সেগুলোও এবার এককভাবেই নির্বাচন করবে।

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়র মনোনয়নপ্রার্থীরা প্রত্যয়নপত্র নিয়ে যার যার নির্বাচনী এলাকায় চলে গেছেন। এখন ঢাকা বিভাগের বিভিন্ন পৌরসভার মনোনয়নপ্রাপ্তরা অপেক্ষা করছেন।

ইতোমধ্যে ৮০ শতাংশ প্রত্যয়নপত্র বিতরণ শেষ হয়েছে। বাকি গুলোও বিকেলের মধ্যে শেষ হবে।

নির্বাচনী নীতিমালা অনুযায়ী দলীয় প্রধান বেগম খালেদা জিয়া প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

বিএনপি মনে করে, নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হলে এবং ভোটারদের সুষ্ঠু অংশগ্রহণ থাকলে এবারের নির্বাচনে তাদের জয় নিশ্চিত।