চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আলফা’র জন্য সেরা নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ

প্রথমবারের মতো ঢাকায় বসলো ‘ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার’-এর আসর। আর প্রথমবারই ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আলফা’র জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতে নিলেন নাসির উদ্দিন ইউসুফ।

২৬ এপ্রিল মুক্তি পেয়েছিল আলফা। ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্প এই ছবির প্রধান উপজীব্য। ‘আলফা’ ৯২ তম অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এছাড়াও রয়েছেন, মুস্তাফিজ নুর ইমরান এবং এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে দুই বাংলার রথি-মহারথিদের মিলন মেলা বসে। সেখানে প্রায় সবার কণ্ঠেই আগামী দিনের বাংলা চলচ্চিত্র নিয়ে জয়গান শোনা যায়। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এ আয়োজনটি বাংলা চলচ্চিত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মন্তব্য করেন সকলে।

‘ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার’-এ কলকাতার তারকাদের মধ্যে ছিলেন প্রসেনজিত, জিৎ, পরমব্রত, আবীর, তনুশ্রী, পাওলি দাম, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলী প্রমুখ।

বাংলাদেশের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন, ওমর সানি, মৌসুমি, জয়া, পরীমনি, সিয়াম, নিরব, ইমন, নুসরাত ফারিয়া, ববি, পূজা, তাসকিন প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কলকাতার মীর আফসার আলী ও শাহরিয়ার নাজিম জয়।