চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আর কত প্রাণ গেলে মিলবে নিরাপত্তা

গাজীপুরের কাশিমপুরে নয়াপাড়া এলাকায় একটি গার্মেন্টস কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক। হতাহতদের মধ্যে শ্রমিকের বাইরে পথচারীও রয়েছে। চ্যানেল আই অনলাইনের ক্যামেরা দেখতে গিয়েছিল আহতদের আর জানতে গিয়েছিল আর কত প্রাণ গেলে মিলবে নিরাপত্তা।

রাস্তার দু’ধারে তিনটি বিল্ডিং নিয়ে মাল্টি ফ্যাবস গার্মেন্টস। সন্ধ্যা ৭টার দিকে মাল্টি ফ্যাবস নামের ওই কারখানার নিচ তলায় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একাংশ ধসে পড়ে এবং ভবনের বাইরের দেয়ালের অংশ ভেঙ্গে গিয়ে আঘাত করে রাস্তার ওপারের ভবনে।

বিষ্ফোরণে ক্ষতিগ্রস্থ হয় ওই গার্মেন্টেসের পাশের ভবনটিও। ধ্বংসস্তুপ ও মেশিনারিজের নীচে চাপা পড়ে শ্রমিক এবং পথচারীদের হতাহতের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

ঘটনার পর প্রথমে স্থানীয় মানুষ ও পরে তাদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে: