চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আর্জেন্টিনা সহজতম প্রতিপক্ষ’

আগে একবার বলেছিলেন। আবারও বললেন। মাঠে নামার আগে আর্জেন্টিনাকে ‘সহজতম’ প্রতিপক্ষই বলছেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। গ্রুপে নাইজেরিয়া ও আইসল্যান্ড থাকলেও ক্রোয়েট বসের মন্তব্য, আর্জেন্টিনাই হতে পারে তাদের ‘সহজ’ প্রতিপক্ষ।

কী বলছেন দালিচ? পরে অবশ্য ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি এটা বলি নাই যে, আর্জেন্টিনা ‘সহজ’ প্রতিপক্ষ। আমি বলছি, এটা আমাদের জন্য সহজ ম্যাচ। কারণ আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তাই আমাদের হারানোর কিছু নাই।’

দালিচের যুক্তি, কেউই আশা করছে না যে নিঝনিতে আর্জেন্টিনাকে হারাবে ক্রোয়েশিয়া। তারপরও আমাদের উপর চাপ কম, কারণ, ‘আমাদের ঝুলিতে এমনিতেই তিনটি পয়েন্ট রয়েছে’।

নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ক্রোয়েশিয়া। বিপরীতে আইসল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলের ড্র’তে বেশ চাপে আর্জেন্টাইনরা। তার উপর নিজে পেনাল্টি মিস করে বাড়তি চাপে মেসি।