চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরব নারীর নিপীড়ন, আরব নারীর তুলিতে

বেশ কিছু আরব দেশে এখনো পাসপোর্ট নেয়া, বিয়ে করা বা দেশ ছাড়ার জন্য পুরুষ কোনো আত্মীয়ের আনুষ্ঠানিক সম্মতির দরকার হয়। আইনি বিধিনিষেধ না থাকলেও এই ‘পুরুষ অভিভাবকত্ব’ সব বয়সের প্রত্যেক আরব নারীর দৈনন্দিন জীবনের অংশ।

নারীর ইচ্ছা, স্বাধীনতা অবদমনের পাশাপাশি নারীকে শুধু ‘বস্তু’ হিসেবে দেখার এই প্রবণতাকে অনেক আরব নারীই এখন তুলে ধরছেন তাদের লেখনি অথবা রং-তুলি-পেন্সিলের মধ্য দিয়ে।

বিশ্বের বিভিন্ন অবস্থানে থাকা ১শ’ নারীর কাহিনী ও অর্জন নিয়ে আয়োজনের অংশ হিসেবে বিবিসি প্রকাশ করেছে তিন আরব নারী কার্টুনিস্ট: মিশরের দোয়া এল-আদল, তিউনিশিয়ার নাদিয়া খিয়ারি এবং মরক্কোর রিহাম এলহোউরের আঁকা বেশ কিছু কার্টুন।

arab-female-cartoonist arab-female-cartoonist2 arab-female-cartoonist3 arab-female-cartoonist4 arab-female-cartoonist6 arab-female-cartoonist7 arab-female-cartoonist8 arab-female-cartoonist9 arab-female-cartoonist10