চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরব আমিরাতের লিগে দল কিনলেন শাহরুখ

আইপিএল ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর আরব আমিরাতের লিগে দল কিনেছেন শাহরুখ খান। তার নাইট রাইডার্স গ্রুপ ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগটিতে আবুধাবি দলের মালিকানা স্বত্ব কিনেছে। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন টুর্নামেন্টে দল কিনতে পেরে উচ্ছ্বসিত নাইট রাইডার্স গ্রুপের মালিক। প্রতিক্রিয়ায় শাহরুখ বলেছেন, ‘কয়েকবছর ধরে নাইট রাইডার্স ব্র্যান্ডকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। আরব আমিরাতের লিগটিকে বেশ সম্ভাবনাময় মনে হচ্ছে। এ টুর্নামেন্টের অংশ হতে পেরে আমরা বেশ আনন্দিত। নিঃসন্দেহে লিগটি সফল হতে চলেছে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

২০০৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনে নাইট রাইডার্স গ্রুপ। ২০১৫ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো দলটি কিনে নেয় তারা। সম্প্রতি আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও বিনিয়োগ করেছে নাইট রাইডার্স গ্রুপ। শাহরুখ ছাড়াও গ্রুপটির মালিকানায় আছেন জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা।

আসছে জুনে পর্দা উঠতে চলেছে আরব আমিরাত টি-২০ লিগের। লিগে থাকছে ছয় দল। যার মধ্যে পাঁচ দলেরই মালিকানা কিনে নিয়েছে ভারতের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ।