চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরও দুই বছর এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম

আগামী দুই বছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব পদে পুনঃনিয়োগ পেয়েছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২০২০ সালে জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব থেকে এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ পান রহমাতুল মুনিম। ওই বছর ৫ জানুয়ারি তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

এর আগে ২০১৮ সালের ১১ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হন মুনিম। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব) হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেয়া আবু হেনা মো. রহমাতুল মুনিম নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ (ফিনান্স) ডিগ্রি লাভ করেন।