চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আম্পানের প্রভাবে সাগর উত্তাল, এখনও ফেরেনি অনেক মাছ ধরা ট্রলার

ঘূর্ণিঝড় ‘আম্পান’র প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। মাছ ধরার বেশকিছু ট্রলার এখনো সাগর থেকে ফিরে আসেনি। উপকূলীয় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বেড়িবাঁধের ১৮ টি পয়েন্ট দিয়ে সাগরের পানি লোকালয়ে প্রবেশ করছে। নিচু এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য মাইকিং চলছে।

এখন পর্যন্ত ২ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে। প্রস্তুত রয়েছে ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র। ২৫ টি মুজিব কিল্লা।

কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার গোস্বামী জানান, কক্সবাজারের ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধ এর মধ্যে ৮০০ মিটার এখনো খোলা। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ১৭৩০ মিটার। ৫ টি স্থানে কাজ চলছে। ঘূর্ণিঝড় আম্পানের   সময়ে বেড়ীবাধ খোলা থাকায় উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বেড়ী বাধের ১৮ টি পয়েন্ট দিয়ে সাগরের পানি লোকালয়ে প্রবেশ করছে।

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল খালেক জানান, এখানো সাগরে অনেক ট্রলার রয়ে গেছে। তবে বুধবারের মধ্যে সব ট্রলার চলে আসবে বলে জানান তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র, ২৫ টি মুজিব কিল্লা প্রস্তুত রয়েছে। প্রস্তুত রয়েছে ৭১ টি মেডিকেল টিম। ৮টি দ্রুত রেসপন্স টিম প্রস্তুত রাখার পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম।