চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আমি চেলসির সর্বকালের সেরা কোচ’

নিজেকে চেলসির সর্বকালের সেরা কোচ হিসেবে দাবি করেছেন দলটির কোচ হোসে মরিনহো। গতকাল শনিবার স্টামফোর্ড ব্রিজে সাউদাম্পটনের সঙ্গে ৩-১ গোলে হেরে যাবার পর ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে জোসে মরিনহো এসব কথা বলেন বলে জানিয়েছে ফুটবল সাইট গোল.কম।

মরিনহো বলেন, ‘আমি ক্লাব ছাড়বো না, তবে ক্লাব কর্তৃপক্ষ চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। কারণ আমি দলকে সঠিকমতো টানতে পারছি না।’

তিনি আরো বলেন,‘লিগের এখন খুব কঠিন অবস্থা আমি আশা করছি আমরা বেস্ট ফোরে থেকে লিগ শেষ করব।তারপরেও যদি কর্তৃপক্ষ আমাকে বরখাস্ত করে তবে তারা দলের সর্বকালের সেরা কোচকে বরখাস্ত করবে।’

রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করে মরিনহো বলেন, ‘গতম্যাচ সহ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেফারিরা বির্তকিত সিদ্ধান্ত দিয়েছে। তারা সব সময় চেলসির পক্ষে রায় দিতে ভীত থাকে। প্রথমার্ধের শেষদিকে সাউদাম্পটনের যে পেনাল্টি দিল তা ছিল পুরোই বির্তকিত।

আমি জানি আমার কথায় ফিফা আমাকে শাস্তি দিতে পারে, এটা আমার দলের খেলোয়াড়সহ আমি আর আমার ভক্তরা মেনে নিয়েছে। কারণ ফিফা অন্য কোচদের শাস্তি দিতে পারে না।’

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি লিগ টেবিলে ১৬তম অবস্থানে রয়েছে।শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে মরিনহোর শিষ্যরা।