চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘আমরা সবাই ওয়ার্ল্ডক্লাস, এই স্বপ্নটাও পূরণ হবে’

বাংলাদেশের পেস আক্রমণে উন্নতির গ্রাফটা এখন উঁচুতে। বোলিংয়ে নজর কাড়ছেন হাসান মাহমুদ। লাল বলের পর সাদা বলের ক্রিকেটেও ইবাদত হোসেন মেলে ধরছেন নিজেকে। তাসকিন আহমেদ তো ধারাবাহিকভাবেই ভালো করছেন। চট্টগ্রামে এ পেসারের আগুনে বোলিংয়ে উড়ে গেছে আয়ারল্যান্ড। ২২ রানের ব্যবধানে জয়ের ম্যাচে ৪ উইকেট নিয়ে তাসকিন হয়েছেন ম্যাচের ভ্যালুয়েবল খেলোয়াড়।

টি-টুয়েন্টিতে সংস্করণে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর সংবাদ সম্মেলনে আসেন এই পেসার। জানান বাংলাদেশের পেসারদের নিয়ে নিজের স্বপ্নের কথা।

‘একটা ইউনিট হিসেবে যদি সবাই ওয়ার্ল্ডক্লাস বোলার থাকি, প্রতিপক্ষকে এই ইউনিট সামলাতে কিন্তু একটু সমস্যাই হবে। বড় দলে কিন্তু একটা না, চারটা-পাঁচটা বিশ্বমানের পেসার থাকে। আমরাও চাচ্ছি আমাদের ওইরকম হোক। যেহেতু আমরা সবাই পরিবারের অংশ ফার্স্ট বোলাররা। সবাই ভাইয়ের মতো। একে অপরকে সহযোগিতা করছি, সবাই সবার ভালো চাই।’

‘সবশেষ দুই-আড়াই বছরে উন্নতিও চোখে পড়ছে। এখনও আমাদের পরবর্তী ধাপে যাওয়া বাকি। আমরা সঠিক ট্র্যাকে আছি। মাইন্ডসেটও খুব ভালো। যদি এই প্রসেসে থাকি ইনশাআল্লাহ আমাদের এই স্বপ্নটাও পূরণ হবে যে, আমরা সবাই ওয়ার্ল্ডক্লাস।’