চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আমদানি শুল্ক কমলেও চালের দাম না কমার কারণ কী?

মোটা চালের দাম কিছুটা কমলেও মধ্যবিত্তের চাল মিনিকেট-নাজিরশাইলের উত্তাপে ভাটা পড়ছে না। এসব চালের দাম এখনও কেজি প্রতি ৬০ টাকার বেশি। তবে আড়তদাররা বলছেন, তারা দাম কমালেও খুচরা বিক্রেতারা কমাচ্ছে না। তাই ক্রেতারা বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়ে খুচরা বাজার থেকে চাল কিনছেন।

আমদানি শুল্ক কম থাকায় চালের আমদানি প্রচুর। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারি বাজারে তার লক্ষণও আছে। আড়তদাররা বলছেন, বেশিরভাগই ভারতীয় চাল। দেশি চালের দাম বেশি বলে আমদানি চালেরই বিক্রি ভালো।

খুচরা চালের বাজার নাখালপাড়ার সমিতি বাজার ঘুরেও দেখা গেল একই চিত্র। বিআর-২৮, স্বর্ণাসহ মোটা চাল কেজি ৫০ টাকার কমে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানালেন, চালের দামের এই উর্ধ্বগতির কারণে তাদের কষ্টের কথা।

এরপরেও ক্রেতারা দাম জানতে চাইলে সর্বনিন্ম দামকে সব ধরনের চালের দাম হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেন আড়তদার এবং খুচরা বিক্রেতারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: