চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আবার ক্লাসরুম থিয়েটার

আজ সোমবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ক্লাসরুম থিয়েটার’। দেশব্যাপী আনন্দময় ও সৃজনশীল ক্লাসরুম প্রতিষ্ঠার জন্য পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এই আয়োজন করেছে।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, পাঠ্যবইয়ের গল্প বলা আর নাটক নিয়ে ‘ক্লাসরুম থিয়েটার’। এর পরিকল্পনা ও পরিচালনা করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আজ ছিল পিপলস লিটল থিয়েটারের (পিএলটি) একক অভিনয়। বিজয় তেন্ডুলকারের লেখা আর লিয়াকত আলী লাকী নির্দেশনায় ‘ববি’ ও ‘একটি চেয়ারের আত্মকাহিনি’ নাটক দুটি। শেষে ছিল লোক নাট্যদলের নাটক ‘অবাক জলপান’। সুকুমার রায়ের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।

এর আগে গত ১৪ মার্চ দুপুরে মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে ‘ক্লাসরুম থিয়েটার’ আয়োজন করা হয়।