চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আবারো আলোচনায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামী মীর কাসেম আলীর আইনজীবী হিসেবে থাকছেন না, এমন খবরে আবারো আলোচনায় সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

তবে তিনি বলেছেন, তিনি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে তা জানা যাবে আগামীকাল। মামলার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কান কথা না শোনার পরামর্শ দিলেও বলেছেন, কেউ না থাকলেও মামলা পরিচালনা আটকে থাকবে না।

হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অবসরে যাওয়ার পরও বহাল আছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। এরকম অবস্থায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর পক্ষে মামলা পরিচালনায় যুক্ত হন তিনি।

বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন এটর্নি জেনারেল। ওইদিনই তাকেসহ সব বিচারপতিকে সরকারি সুবিধা থাকা অবস্থায় আদালতের নিয়মনীতি অনুসরণ করতে পরামর্শ দেন প্রধান বিচারপতি।

এর তিনদিন পর আদালত পাড়ায় খবর ছড়িয়ে পড়ে যে মামলা পরিচালনায় থাকছেন না বিচারপতি নজরুল ইসলাম চৌধূরী।

মীর কাসেম আলীর ছেলেকে সঙ্গে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং আরো দু’জন আইনজীবীর সঙ্গে বার ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা করেছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

তবে এ নিয়ে শুনানি শুরু পর্যন্ত অপেক্ষার পরামর্শ দিয়ে কোনো মন্তব্য করেননি এটর্নি জেনারেল। সোমবার আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারিত আছে মীর কাসেম আলীর আপিল।