চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবারও দখল আর দূষণের শিকার তুরাগ

ঢাকার চারপাশের নদীগুলোর প্রাণশক্তি হলো তুরাগ। সেই তুরাগকেই দখল করে প্রবাহ সংকুচিত করে ফেলা হয়েছে। যে যেমন খুশি দখল করেছে তুরাগের দু পাড়। তবে, দ্রুত উদ্ধার অভিযান শুরু করার কথা বলেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।

ঢাকাকে ঘিরে যেখানে তুরাগ সেখানেই সক্রিয় দখলদাররা। দখলের জন্য আগে কৌশলে মাটি, বালি ও ময়লা ফেলা হয়। তারপর উঠে যায় শিল্প কারখানা ও অন্য স্থাপনা। মসজিদ নির্মাণ করেও দখল করা হয়েছে নদীর জায়গা।

পরিবেশবাদীদের সঙ্গে নিয়ে গাবতলী ব্রিজের নিচ থেকে আশুলিয়া পর্যন্ত পরিদর্শন করে নতুন নতুন অবৈধ স্থাপনা দেখতে পায় জাতীয় নদী রক্ষা কমিশন।

বিরুলিয়া, দিয়াবাড়ি ও আশুলিয়ায় বিশাল অংশজুড়ে নদীপাড়ে বালুব্যবসার জন্য ভরাট হচ্ছে নদী। দখলদার প্রভাবশালীদের সরিয়ে নদী উদ্ধার করতে কিছুটা সময় লাগবে বলে জানান নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।

দখল যেমন চলছে তেমনি তরল শিল্প বর্জ্যে দিন দিন নদীর পানিতে বাড়ছে দূষণের মাত্রাও।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: