চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফরান নিশোর গল্পে ঈদের নাটক

এদেশে মুঠোফোনের ব্যবহার যখন শুরু সেই সময়টা কেমন ছিল? মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তো কেমন? এসব চিত্র তুলে ধরা হয়েছে একটি নাটকে। মজার ব্যাপার হচ্ছে, এমন গল্প ভাবনা এসেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো’র কাছ থেকে।

ছোটপর্দার তুমুল জনপ্রিয় এ অভিনেতার গল্প থেকে ঈদে নাটক নির্মাণ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

ইতোমধ্যে ‘মুঠোফোন’ নাটকের শুটিং শেষ। নির্মাতা অমি জানালেন, নিশোর এই মুঠোফোনের গল্পটি খুব মসৃণ এবং প্রাকৃতিক। গল্পের উত্থান-পতন কম। নির্মাতা অমি বলেন, গল্পটা ২০০৩-২০০৪ সালের।

যারা ওই সময় প্রেম করতেন তারা বেশি করে নিজেদের খুঁজে পাবেন। নস্টালজিক হওয়ার ব্যাপার আছে বলে জানান ‘সিনেমার মতো প্রেম’, ‘সাদা কাগজে সাজানো অনুভূতি’, ‘ট্যাটুর তিন সিরিজ’ (১,২,৩), ‘ডিয়ার বাংলাদেশ’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’ নাটকগুলো নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা অমি।

মুঠোফোন নাটকে নিশোর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন। নিশোর এই গল্পের চিত্রনাট্য করেছেন অবয়ব মিদি। ঈদুল ফিতরে ‘মুঠোফোন’ নাটকটি ইউটিউবে প্রকাশ পাবে জানান নির্মাতা অমি।