চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আফগানিস্তানে ২৫০০ মার্কিন সেনা রাখার সুপারিশ ছিল দুই শীর্ষ জেনারেলের

আফগানিস্তান থেকে পুরোপুরি মার্কিন সৈন্য প্রত্যাহার না করে অন্তত ২ হাজার ৫০০ সেনা রাখার সুপারিশ করেছিলেন মার্কিন দুই শীর্ষ জেনারেল। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, এমন কোনো সুপারিশ তিনি মনে করতে পারছেন না।

বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এমন তথ্য।

এ বিষয়ে মার্কিন সিনেটে এক শুনানি অনুষ্ঠিত হয়েছে। যেখানে জেনারেল মার্কি মিলে ও ফ্যাঙ্ক ম্যাকেঞ্জি দাবি করেন যে, গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় প্রেসিডেন্টকে আড়াই হাজার মার্কিন সেনা আফগানিস্তানে রাখার সুপারিশ করেছিলেন। মূলত আফগান সরকারকে শক্তিশালী করার জন্য তারা এমন পরামর্শ দিয়েছিলেন।

তবে জো বাইডেন, এ ধরনের কোনো পরামর্শের কথা মনে করতে পারছেন না।

মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্কি মিলে এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান আফগানি থেকে সেনা প্রত্যাহারের দায়িত্বে ছিলেন।

তালেবানের সঙ্গে চুক্তির ঘোষণা অনুযায়ী গত ৩ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন ও তার জোটভুক্ত সৈন্য প্রত্যাহার করা হয়। এর মধ্যদিয়ে ২০ বছরের যুদ্ধের অবসান ঘটে। কিন্তু তড়িৎ গতিতে আফগানিস্তান দখলে নেয় তালেবানগোষ্ঠী। তারপর থেকে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।