চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফগানদের হেসেখেলেই হারাল উইন্ডিজ

লক্ষ্য ছিল মাত্র ৩১ রান। ৩৮ বল খেলেই তা ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে একমাত্র টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের জয় তুলেছে জেসন হোল্ডারের দল।

আগের দিনের ৭ উইকেটে ১০৯ রানের সঙ্গে আর মাত্র ১১ যোগ করে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় আফগানিস্তান। দিনের শুরুতেই ১ রান করা আফগান দলপতি রশিদ খানকে ফিরিয়ে দেন হোল্ডার। পরের দুই উইকেটও নিজের পকেটে ভরেছেন ক্যারিবীয় অধিনায়ক।

প্রতিপক্ষের ৯ ব্যাটসম্যানকে সমান ভাগে ভাগ করে নিয়েছেন হোল্ডার ও দুই স্পিনার রাকিম কর্নওয়েল এবং রোস্টন চেজ। আফগান ব্যাটসম্যান ইহসানউল্লাহ হয়েছেন রানআউট। প্রথম ইনিংসে আফগানিস্তান অলআউট হয় ১৮৭ রানে।

শামার ব্রুকসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৭৭ রান তোলা উইন্ডিজ জয় তুলে নিতে বেশিক্ষণ অপেক্ষা করেনি। কেবল ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট হারিয়ে দ্রুতই জয় তুলে নেয় ক্যারিবীয়রা। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা বিশাল ওজনের কারণে আলোচিত অফস্পিনার রাকিম কর্নওয়েল। ওয়েস্ট ইন্ডিজের মাত্র দ্বিতীয় স্পিনার হিসেবে এশিয়ায় ১০ উইকেট পেলেন তিনি।