চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আপন মনে সহজ গানে

শুক্রবার সন্ধ্যায় ছায়ানট ভবনের স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় কণ্ঠশিল্পী আব্দুল ওয়াদুদের একক সংগীতানুষ্ঠান আপন মনে সহজ গানে।

ছায়ানট সংগীত বিদ্যায়তনে ছয় বছর তালিম নিয়েছেন আব্দুল ওয়াদুদ। তিনি তালিম নিয়েছেন ওয়াহিদুল হক, ড. সনজীদা খাতুন, আব্দুল আহাদ এবং নারায়ণ চন্দ্র বসাকের কাছে। শিক্ষাগ্রহণ শেষে তিনি ছায়ানটের শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালে জার্মানিতে ‘দ্য পাইওনিয়ার ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করছেন তিনি। ভারতের কলকাতা, ত্রিপুরাতে বিভিন্ন অনুষ্ঠানেও তিনি সংগীত পরিবেশন করেছেন। 

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের স্পেশাল গ্রেডভুক্ত এ শিল্পীর প্রথম অ্যালবাম ‘পৌষ ফাগুনের পালা’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এখন তিনি সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের অন্যতম সংগঠক হিসেবে কাজ করছেন।