চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সভাপতিত্ব হারালেন পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব রাজনীতি। ক্রীড়াঙ্গনেও পড়তে শুরু করেছে প্রভাব। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু রাশিয়া থেকে সরিয়ে এনেছে। দেশটির বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সরশীপ বাতিল করেছে ইউরোপের ক্লাবগুলো। এবার আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সভাপতিত্ব হারালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পুতিনের সভাপতি পদটি স্থগিত করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের গভর্নিং বডি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘ইউক্রেনে চলমান ‘‘আগ্রাসনের’’ কারণে আন্তর্জাতিক জুডো ফেডারেশন ভ্লাদিমির পুতিনের সম্মানসূচক সভাপতি পদটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক জুডো ফেডারেশনে তার শুভেচ্ছাদূত পদটিও স্থগিত করা হয়েছে।’

২০০৮ সাল থেকে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের আলঙ্কারিক সভাপতির পদে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৪ বছরের সেই সম্পর্কে এই প্রথমবার চির ধরল যুদ্ধকে কেন্দ্র করে। ২০১৪ সালে ফেডারেশনটির সভাপতি মরিয়াস ভাইজার পুতিনকে খেলাটির ‘যোগ্য শুভেচ্ছাদূত’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

১১ বছর বয়স থেকে জুডো খেলায় পারদর্শী পুতিন ২১ বছরে পেয়েছেন মাস্টার র‍্যাঙ্ক। এছাড়া ২০১৪ সালে কিওকুশিন কারাতের অষ্টম র‍্যাঙ্ক অর্জন করেন তিনি।