চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আট পা ওয়ালা মুরগি নিয়ে কেএফসির মামলা

সামাজিক গণমাধ্যমে আট পা ও ছয় পাখনা ওয়ালা মুরগির ছবি পোষ্ট করে গুজব ছড়ানোয় চীনের তিনটি ফার্মের বিরুদ্ধে মামলা করেছে ফাষ্টফুট জায়ান্ট কেএফসি (কেন্টাকি ফ্রাই চিকেন)। একই সঙ্গে ওই তিন কোম্পানি কাছে দেড়শ মিলিয়ন ইউয়ান (২ লাখ ৪২ হাজার মার্কিন ডলার) ক্ষতিপূরণের পাশাপাশি ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে কেফসি।

বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পোষ্ট করা ওই তিন কোম্পানি লেখেছে, কেএফসি জেনেটিক্যালি মডিফাইড মুরগি ব্যবহার করে। এসব মুরগির আটটি পা ও ছয়টি পাখনা রয়েছে। পোষ্টটি প্রায় ৪ হাজার শেয়ার হয়েছিলো। এটি নজরে আসার পরই সাংহাই আদালতে মামলা করা হয়।

কেএফসি বলছে, এটি ভোক্তাদের শুধু বিভ্রান্তই করবে না, ব্রান্ডেরও ব্যাপক ক্ষতি করবে।

যে তিনটি কোম্পানির বিরুদ্ধে কেএফসি মামলা করেছে তা হলো-সানজি উইলুকয়াং টেকনোলজি কোম্পানি লিমিটেড, তাইওয়ান জিরো পয়েন্ট টেকনোলজি এবং ইয়াংসেহানজি সাকসেস এন্ড কালচার কমিউনিকেশন লিমিটেড।

তবে অভিযোগের ব্যাপারে কোনো রকম মুখ খোলেনি তিন কোম্পানি।