চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভক্তদের প্রার্থনা: অপশক্তির বিনাস করে দেবী দুর্গা শুভশক্তির সূচনা করবেন

শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। সকালে মন্দিরগুলোতে নবপত্রিকার স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা হয়েছে। আরতি আর অঞ্জলিতে ভক্তদের সমাগম বেড়েছে মণ্ডপগুলোতে। অপশক্তির বিনাস করে দেবী দুর্গা শুভশক্তির সূচনা করবেন বলে প্রত্যাশা করেন ভক্তরা। 

ঢাক-ঢোল. শঙ্খ, কাসা আর উলুধ্বনির শব্দে মুখর দুর্গাপূজার মহাসপ্তমীর সকাল। যার মূল আকর্ষণ কল্পারম্ভের মাধ্যমে নবপত্রিকার প্রবেশ ও স্থাপন।

এই নবপত্রিকাকে গ্রাম্য ভাষায় বলা হয় কলাবউ। কলা গাছের সঙ্গে অন্য আটটি উদ্ভিদকে সাদা লাল পাড়ের শাড়িতে জড়িয়ে ঘোমটা দেয়া বধুর রূপ দেয়া হয়। এরপর দেবীর ডানপাশে স্থাপন করা হয় পূজা।

ষোড়শ উপাদানে দেবীর সপ্তমী বিহিত পূজা শেষে আরতি আর অঞ্জলিতে মাতেন ভক্তরা।

অপশক্তিকে পরাজিত করে শুভ শক্তির সূচনা করবেন দেবী দুর্গা-সে প্রত্যাশা করেন সকলে। রাত পর্যন্ত মণ্ডপগুলোতে নানা আয়োজন রেখেছে মন্দিরগুলো।