চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজ পবিত্র শবে কদর

আজ রাতে পালিত হবে পবিত্র শবে কদর। ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং এবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাতটি পালন করবেন মুসলিম ধর্মাবলম্বীরা। ধর্মীয় মতে, এ রাতটি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে পালন করা হয় পবিত্র শবে কদর।

ইসলাম ধর্ম মতে, এই রাতে মহানবী হযরত মোহাম্মদ (সা:) অনুসারীদের সম্মান বৃদ্ধি হয় এবং মানবজাতির ভাগ্য পুননির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে অত্যন্ত পুণ্যময় ও মহিমান্বিত এই রাত।

তাফসিরের সহি কিতাবে বর্ণনা আছে, কদরের আরেক অর্থ তকদির এবং পরিমাণ নির্ধারণ। এ রাত্রিতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে, রিযিক ও আয়-উপার্জনের পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাদেরকে লিখে দেওয়া হয়।

শবে কদর পালন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

পবিত্র রজনী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।