চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জমজমাট বৃক্ষ মেলার পাশাপাশি চলছে পরিবেশ মেলা

রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠে বৃক্ষ মেলার পাশাপাশি চলছে পরিবেশ মেলা ২০১৮। মেলায় দেশি-বিদেশি কোম্পানিগুলো পরিবেশবান্ধব প্রযুক্তি প্রদর্শন করছে। এর মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। 

আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে মেলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর স্টলে পরিবেশবান্ধব নতুন নতুন প্রযুক্তি। দেশি-বিদেশি নানান বাণিজ্যিক প্রতিষ্ঠানও এনেছে ধরিত্রী রক্ষার নতুন নতুন কৌশল। স্টলে স্টলে পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য। বৈশ্বিক উষ্ণতা নিয়ে উদ্বিগ্নরা পরিবেশ রক্ষার এসব কৌশল জানতে মেলায় ভিড় করছেন।

পরিপাটি সাজানো মেলায় সব মিলিয়ে স্টল ৬৩টি। পরিবেশ রক্ষায় মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে, বলছেন আয়োজকরা।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হলেও রমজানের কারণে বাংলাদেশে এবার ১৮ জুলাই দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। ওইদিনই শুরু হয় পরিবেশ মেলা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে