চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আওয়ামী লীগ একটি অনুভূতির নাম: সৈয়দ আশরাফ

দলের ২০তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম; যার সঙ্গে জড়িয়ে আছে ত্যাগ এবং আত্মত্যাগের মহান ইতিহাস।

‘এখানে যারা বসে আছেন তাদের অনেকেই শহীদের সন্তান,’ উল্লেখ করে তিনি বলেন, আমাদের সভাপতি একজন শহীদের সন্তান। অামি একজন শহীদের সন্তান। এরকম শহীদের সন্তানদের দল এ আওয়ামী লীগ।

সৈয়দ আশরাফ বলেন, ‘জন্ম থেকেই আওয়ামী লীগের সঙ্গে আত্মত্যাগের মহান ইতিহাস জড়িয়ে আছে। এ দল ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই আত্মত্যাগের মহান ইতিহাস রচনা করেছে।’

“আওয়ামী লীগ তাই শুধু যেকোন একটি দল নয়, আওয়ামী লীগ কোন সনাতনী দলও নয়, আওয়ামী লীগ একটি ত্যাগের নাম, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম যে অনুভূতি ত্যাগের এবং আত্মত্যাগের।”

দলের ঐক্য সমুন্নত রাখতে সৈয়দ আশরাফ বলেন, ‘আমি দুইবার দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। দলে কোনো ভাঙন ধরেনি। আজ আমাদের দল যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। আওয়ামী লীগকে কেউ নিঃশেষ করতে পারনি এবং ভবিষ্যতেও পারবে না।’

দলের সঙ্গে আত্মিক ঘনিষ্ঠতার আবেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমাদের রক্ত খাঁটি, আমাদের রক্ত পরীক্ষিত। নেতা ও কর্মীদের আত্মত্যাগে একটি অনুভূতির জন্ম হয়েছে। দলের সবাই ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের স্তব্ধ করে দিতে পারে।’