চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইসল্যান্ডও খোঁচাচ্ছে ‘সেঞ্চুরিয়ান’ রশিদকে!

বিশ্বকাপে খুব খারাপ সময় যাচ্ছে আফগানিস্তানের। মঙ্গলবার ইংল্যান্ডের কাছে রেকর্ড ছক্কা হজম করে বিশাল ব্যবধানে হেরেছে তারা। দলের তারকা স্পিনার রশিদ খানের অবস্থা আরও করুণ! ম্যাচে একাই দিয়েছেন ৯ ওভারে ১১০ রান। যা বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ইতিহাসেই ম্যাচে একজন স্পিনারের সর্বোচ্চ খরচ! সঙ্গে হজম করতে হয়েছে ১১ ছক্কা, অতীতে কোনো বোলারকেই এক ইনিংসে এতবার উড়িয়ে সীমানার ওপারে পড়তে হয়নি!

বোলিংয়ে রানের সেঞ্চুরি করায় চারিদিক থেকে ধেয়ে আসা সমালোচনা আর ট্রলের শিকার হচ্ছেন রশিদ। ওডিআই র‍্যাঙ্কিংয়ে তিনে থাকা বোলারকে ট্রল করতে ছাড়েনি আইসল্যান্ড ক্রিকেটও। ইউরোপের ছোট এক দ্বীপরাষ্ট্র, যারা ক্রিকেটটাই খেলে কিনা অনেকের কাছেই অজানা, তেমন এক দেশ থেকে ট্রল হওয়ায় সৃষ্টি হয়েছে হাস্যরসের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

নিজেদের টুইটার পাতায় আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘আমরা মাত্রই জানলাম যে, রশিদ খান আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করেছে! ওয়াও! মাত্র ৫৬ বলে ১১০! বিশ্বকাপে কোনো বোলারের সবচেয়ে বেশি রান। দারুণ ব্যাট করেছ যুবক!’

আইসল্যান্ডের এমন সমালোচনা অনেক আন্তর্জাতিক ক্রিকেটারই ভালো চোখে দেখেননি। পাল্টা টুইটে ধুয়ে দিয়েছেন আইসল্যান্ডকে। ইংলিশ ক্রিকেটার লুক রাইট লিখেছেন, ‘বাজে টুইট। মজা করার চেয়ে একটি সহযোগী দেশকে উপরে তুলে এনেছে এমন একজন ক্রিকেটারকে শ্রদ্ধা করতে শেখো।’

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড লিখেছেন, ‘সে (রশিদ) একজন বিশ্বমানের বোলার। তাকে বল করতে দেখাও আনন্দের। খেলায় যেকারো খারাপ দিন আসতে পারে।’

ভারতের সাবেক ক্রিকেটার বিষেণ সিং বেদি লিখেছেন, ‘করুণ টুইট, একদম কঠিন জায়গায় আঘাত করেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, আজকের আঘাতের পর রশিদ খান আবারও ঘুরে দাঁড়াবে। সবকিছুই খেলার অংশ। সবসময় শির উঁচুতে রাখো। সৃষ্টিকর্তাকে স্মরণে রেখো।’