চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইফোন-এইটের চেয়ে কম দামে মিলবে গ্যালাক্সি এস-এইট

২৯ মার্চ উদ্বোধনের পর এপ্রিলে বাজারে আসবে স্যামস্যাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন ‘গ্যালাক্সি এস-এইট’। বাজারে আসার আগেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডের মতো যথারীতি এস-এইট এর যাবতীয় তথ্যও ফাঁস হয়ে গেছে।

জানা গেছে: চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাপলের আইফোন-এইটের তুলনায় সাশ্রয়ীমূল্যেই পাওয়া যাবে গ্যালাক্সি এস-এইট। প্রযুক্তির খবরাখবর রাখা টুইটার ব্যবহারকারীদের পোস্ট অনুযায়ী এই স্মার্টফোনের দাম হতে পারে ৮’শ ৬০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭০ হাজার টাকা)।

আপাতত বাজারে থাকা সব স্মার্টফোনের দামকে ছাড়িয়ে যাবে গ্যালাক্সি এস-এইট। তবে শোনা যাচ্ছে ১০ বছর পূর্তিতে এবার দামে সব স্মার্টফোনকে ছাড়িয়ে যেতে আসছে আইফোন-এইট।

এখনো বাজারে আসার অপেক্ষায় থাকা ফোনটির দাম হতে পারে ১ হাজার ডলারেরও বেশি।

যা থাকছে গ্যালাক্সি এস-এইটে:

আসন্ন গ্যালাক্সি এস-এইটের স্ক্রিনের আকৃতি হবে ৫ দশমিক ৮ ইঞ্চি। আর গ্যালাক্সি এস-এইটপ্লাসে থাকবে আরও বড় স্ক্রিন ,যার আকৃতি হবে ৬ দশমিক ২ ইঞ্চি।

আর প্রচলিত ‘হোম বাটন’ থাকবে না এস-এইটে। স্যামসাংয়ের লোগোটিও থাকবে কেবল একপাশে, ফোনটির পেছনের ক্যামেরার নিচে।

ব্ল্যাক স্কাই, অর্কিড গ্রে এবং আর্কটিক সিলভার এই তিন রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস-এইট। অ্যান্ড্রয়েডে চলা একটি বিশেষ ডেস্কটপ কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

তবে এজন্য ডেক্স নামের একটি বিশেষ অনুষঙ্গ জুড়তে হবে গ্রাহককে। যার দাম পড়বে প্রায় ১’শ ৬২ ডলার।