চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আইজিপির স্ত্রী পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী গ্রেফতার

টাঙ্গাইলে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে কনস্টেবল নিয়োগের তদবির করায় রুমা আক্তার (৩৩) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে আদালতে পাঠিয়ে রিমান্ড চাইলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

গতকাল রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাভারের নুটেরচর এলাকা থেকে রুমা আক্তারকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। রুমা বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর এলাকার আসলাম মিয়ার স্ত্রী।

এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, (৭নভেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী পরিচয়ে আমার ব্যক্তিগত মোবাইলে ফোন করে কনস্টেবল নিয়োগে তদবির করেন এক নারী।

বিষয়টি সন্দেহ হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী নন । সে একজন ‘প্রতারক’। পরে তাকে গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ।

বিষয়টি বুঝতে পেরে বার বার স্থান পরিবর্তন করতে থাকেন রুমা আক্তার। সর্বশেষ তাকে  সাভারের নুটেরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে জিঞ্জাসাবাদে সে জানায় ওই চাকরী প্রার্থীর সাথে ৮লাখ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছে সে।