চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইএস নয় আছে জামায়াতের প্রেতাত্মা: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ পর্যায়ে জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, সরকার যেনো এ বিচার শেষ করতে না পারে সেজন্য জঙ্গিবাদের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। আইএসের নামে নৃশংস হত্যাকা- হলেও দেশে আইএসের অস্তিত্ব নেই দাবি করে তিনি বলেছেন, যা আছে সেটা জামায়াতের প্রেতাত্মা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত আইনজীবী সহকারী সমিতির অভিষেক অনুষ্ঠা্নের প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। আইনজীবী সহকারীদের জন্য সেপ্টেম্বরে জাতীয় সংসদে আইন উত্থাপন করা হবে বলে জানান তিনি।

সেসময় মানবতাবিরোধী অপরাধের বিচার ও জঙ্গি হামলার বিষয়েও কথা বলেন তিনি। জঙ্গিরা যাতে জামিন আবেদনের সুবিধা না পায় সে ব্যাপারে প্রয়োজনীয় ভূমিকা রাখতে আইনজীবী সহকারীদের আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, জঙ্গিদের সাথে যারা জড়িত তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না। আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াতকে বাদ দিয়ে এলে ঐক্যের বিষয়টি বিবেচিত হতে পারে।