চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত বাতিল করল সুইডেন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত বাতিল করে দিয়েছে সুইডেন।

২০১০ সালে দুই সুইডিশ নারীকে যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে অ্যাসেঞ্জ শুরু থেকেই এধরনের অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

২০১৭ সালে সুইডেন এই তদন্ত স্থগিত করে ও পরে ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসেঞ্জ গ্রেপ্তার হওয়ার পর তা আবার শুরু করে।

বিবিসি জানায়, সুইডিশ পাবলিক প্রসিকিউসনের উপ-পরিচালক ইভা-ম্যারি পারসন জানান, জুলিয়ান অ্যাসাঞ্জ সম্পর্কিত ধর্ষণ মামলার তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার কারণে মামলার তথ্য-প্রমাণ দুর্বল হওয়ার কারণে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার এড়াতে জুলিয়ান আ্যসাঞ্জ ২০১২ সাল হতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে সেখানেই ছিলেন। বর্তমানে লন্ডনের বেলমার্শ কারাগারে বন্দি আছেন তিনি।

জুলিয়ান আ্যসাঞ্জ আশংকা করেন যে, তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়া হবে।

হাজার হাজার গোপন সামরিক ও কূটনৈতিক দলিল ফাঁস করার কারণে তাকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র।