চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অস্কারে জর্জিয়ার যোদ্ধাদের আত্মাহুতির গল্প ‘শিনদিসি’

২০০৮ সালের রাশিয়া-জর্জিয়া যুদ্ধ নিয়ে গ্রামের যোদ্ধাদের গুলিতে আত্মাহুতি দেয়ার গল্প নিয়ে দিতো সিনস্যাডজ নির্মাণ করেছেন ‘শিনদিসি’। জর্জিয়া থেকে এই ছবিটি এবার ৯২ তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ফিচার সিনেমার ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য পাঠানো হবে।

সিনেমাটি সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়েছে। রাশিয়া-জর্জিয়ার যুদ্ধে শিনদিসি নামের ছোট্ট একটি গ্রামে ১৭ জন যোদ্ধার নির্মম মৃত্যু হয়েছিল।

রাশিয়ান মিলিটারিরা স্থানীয় একটি সৈন্য ঘাটি ভেঙ্গে ফেলার পরে জর্জিয়ার ২৫ জন কমরেডকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য প্রাণ দিয়েছিলেন যোদ্ধারা। এই কাহিনী নিয়েই নির্মিত হয়েছে ছবিটি।

যুদ্ধ শেষ হওয়ার দশ বছর পরে শিনদিসি গ্রামেই শুটিং করা হয়েছে সিনেমার। ছবির স্ক্রিপ্ট লিখেছেন ইরাকলি সলোমানাশভিলি। অভিনয় করেছেন গোগা পিপিনাশভিলি, দাভিত বাখতাদজি, তামুনা আবশিলাভা এবং মারিম জিবলাদজি।