চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অস্কারে কত খরচ?

৯১তম অস্কারের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। হলিউডের সবচাইতে কাঙ্ক্ষিত এই ইভেন্টকে গ্ল্যামারাস করে তোলার জন্য খরচ করা হয় প্রচুর অর্থ। অস্কারের স্বর্ণ মূর্তি, উপহারের ব্যাগ, লাল গালিচা, তারকাদের মেকআপ সব কিছু মিলিয়ে গুণতে হয় প্রচুর অর্থ। শুধু তাই নয়, অস্কার পাওয়ার প্রভাব পরে জয়ীদের আয়েও। জেনে নিন তাহলে অস্কারের খরচাপাতি সম্পর্কে।

  • পুরো অনুষ্ঠানে খরচ হয় ৪৪ মিলিয়ন ডলার।
  • ২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি প্রতিটি অস্কার মূর্তি তৈরিতে খরচ হয় ৪০০ ডলার।
  • ১৬৫০০ বর্গফুট লাল গালিচা তৈরির খরচ ২৪৭০০ ডলার।
  • প্রথম সারির নায়িকাদের সাজানোর পেছনে খরচ হয় ১০ মিলিয়ন ডলার।
  • অস্কারের ইতিহাসে সবচাইতে দামি পোশাকের দাম ১৮.১ মিলিয়ন ডলার। পোশাকটি পরেছিলেন কেট ব্ল্যানচেট।
  • অস্কারের ভ্যানিটি ফেয়ার পার্টিতে অংশ নিতে একটি জুটির খরচ হয় ১০৩২২০ ডলার।
  • অস্কারের অনুষ্ঠানে যে উপহারের ব্যাগ দেয়া হয় সেটাতে ১৫০০০০ ডলার মূল্যের উপহার থাকে।
  • ২০১৮ সালে উপহার ব্যাগের সবচাইতে দামি উপহার ছিল তানজানিয়ায় লাক্সারি ট্রিপ। ট্রিপটির মূল্য ছিল ৪০০০০ ডলার।
  • সেরা ছবির পুরস্কার জেতার পর বক্স অফিসে ছবিটির আয় বেড়ে যায় গড়ে পনের মিলিয়ন ডলার।
  • সেরা অভিনেতা/অভিনেত্রী তার পরের ছবিতে ২০শতাংশ বেশী পারিশ্রমিক পান।
  • অস্কারের সরাসরি সম্প্রচারের মাঝে ৩০ সেকেন্ড এর বিজ্ঞাপন দেয়ার জন্য গুণতে হয় ২.৬ মিলিয়ন ডলার।