চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অশুভ কাজে ধর্মকে ব্যবহার করবেন না: রাষ্ট্রপতি

ধর্মকে ব্যবহার করে কেউ যাতে কোনো অশুভ ফায়দা লুটতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

শুক্রবার সর্বস্তরের ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে করে রাষ্ট্রপতি বলেছেন, সবাইকে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রথম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। এরপর প্রধান বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শেষে শুভেচ্ছা বিনিময় করেন তিন বাহিনীর প্রধান, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এসময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ত্যাগের আদর্শ সমাজ ও ব্যক্তি জীবনে প্রতিফলিত হলে পারস্পারিক হিংসা-বিদ্বেষ কমে শান্তি প্রতিষ্ঠিত হবে।