চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘অশনি’ কোথায় আঘাত হানবে, জানা যাবে মঙ্গলবার

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ রোববার সকালে ঘূর্ণিঝড় ‘অশনি’ এ পরিণত  হয়েছে। তবে তা কোথায় আঘাত হানবে; সেটা জানতে আরও দুইদিন সময় লাগবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সে কারণে সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর গভীর সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ যদি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসে, তাহলে তা মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত সেটি কোথায় গিয়ে আঘাত করবে তা আরও দুদিন পর বলা যাবে। ঘূর্ণিঝড়টির গতিবেগ এখন ঘণ্টায় ১৬ কিলোমিটার।

গত বছর মে মাসে বঙ্গোপসাগরে ‘ইয়াস’ নামের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল।