চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অর্থমন্ত্রীর কাছে কৃষকের বাজেটের সুপারিশমালা হস্তান্তর

২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার আগে কৃষি ও এর উপখাতগুলোতে সরকারের বরাদ্দ ও বিশেষ গুরুত্ব দেয়ার সুপারিশ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেছেন কৃষি উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

শনিবার সকালে অর্থমন্ত্রীর বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওই সুপারিশমালা হস্তান্তর করা হয়।

এবারের সুপারিশমালায় বেশি গুরুত্ব দেয়া হয়েছে শস্যবীমা, কৃষিপণ্য সংরক্ষণ ও কৃষকের পক্ষে বাজার উন্নয়নে বিশেষ পদক্ষেপ, সমন্বিতভাবে নদী ও খাল খননের উদ্যোগ, আগামী দিনের কৃষি উদ্যোক্তার সঙ্গে কৃষকের অংশীদারিত্বের একটি নীতিমালা প্রণয়ন এবং ফলন মৌসুমে কৃষিপণ্য আমদানি নিরুৎসাহিত করতে কর বাড়ানোর ওপর।

এছাড়া মূল কৃষির জন্য ১৩ দফা, পোল্ট্রি শিল্পের জন্য ৫ দফা, মৎস্য খাতের জন্য ১১ দফা ও প্রাণিসম্পদ ও দুগ্ধ শিল্পের জন্য ৮ দফা সর্বমোট ৩৭ দফা সুপারিশ সম্বলিত একটি পুস্তিকা অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ জাতীয় বাজেট সম্পর্কে কৃষককে অধিকার সচেতন করে তোলা এবং বরাদ্দ, প্রত্যাশা ও চাহিদা নিরূপণের জন্য তৃণমূল পর্যায়ে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে আসছেন। এবার চর্তুদশ বছরের আয়োজনে দেশের তিনটি স্থানে ওই প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার অষ্টমবারের মতো উপস্থিত ছিলেন সিলেটের কামালবাজারে।

সুপারিশমালা প্রদান অনুষ্ঠানে প্রান্তিক কৃষক ও খামারিদের দাবি, প্রত্যাশা ও চাহিদা রাষ্ট্রের সামনে উপস্থাপনের এই কার্যক্রমটি অত্যন্ত অর্থবহ ও কার্যকর একটি আয়োজন হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে কৃষক ও সরকারের নীতি নির্ধারকের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়ে গেছে। প্রতি বছর এই সুপারিশমালা জাতীয় বাজেট প্রণয়নে ভূমিকা রাখে।