চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অভয় দিলেন সালাহ

আগেও দিয়েছেন। আরো একবার দিলেন। দলবদল গুঞ্জনের মধ্য লিভারপুল সমর্থকদের অভয় দিলেন মোহাম্মেদ সালাহ। অ্যানফিল্ডে তার কাজটা সবে শুরু বলেই জানিয়েছেন ‘মিশরীয় রাজা’।

বৃহস্পতিবার ক্লাব সমর্থক এবং সতীর্থদের ভোটে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরষ্কার হাতে তোলেন সালাহ। এরপরই লিভারপুল থেকে লন্ডনে উড়ে যান ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের পুরষ্কার গ্রহণ করতে।

২৫ বছরের সালাহ চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৩ গোল করেছেন। মাসের শেষদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবেন সালাহ, সেই রিয়ালেই তার যাওয়া নিয়ে জোড়াল গুঞ্জন।

তবে সালাহ বলেছেন, ‘আমি এখানে (লিভারপুল) খুবই সুখী। এটা অবশ্যই বলব যে, আমার ভবিষ্যৎ লক্ষ্য লিভারপুলেই। এই মৌসুমে যেমনটা দেখেছেন, সামনের মৌসুমেও দেখবেন।’

অ্যানফিল্ডে নিজের অবস্থান সম্পর্কে মিশরীয় তারকার মন্তব্য, ‘এটা সবে শুরু। আমার জন্য এটা প্রথম মৌসুম এবং অন্য কারো কারো জন্যও। বলছি এটা মাত্র শুরু।’