চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অভিবাসীদের জন্য নতুন ১লাখ আশ্রয়কেন্দ্র তৈরির সিদ্ধান্ত

অভিবাসী সমস্যা মোকাবেলায় আরো ১ লাখ শরণার্থীর জন্য আশ্রয়কেন্দ্র তৈরিতে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এবং বলকান দেশের নেতারা। প্রচণ্ড শীতে অভিবাসীদের কষ্টের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

অভিবাসী সমস্যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন এবং বলকান দেশের নেতাদের আবারো জরুরী বৈঠক বসে। চুক্তিতে নতুন আসা কমপক্ষে ৩০ হাজার অভিবাসীর জন্য অভ্যর্থনা কেন্দ্র খুলতে সম্মত হয়েছে গ্রিস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ২০ হাজার আর বলকান দেশগুলো ৫০ হাজার অভিবাসীর জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করবে।

গত সপ্তাহেই প্রতিদিন নয় হাজারেরও বেশি করে অভিবাসী গ্রিসে পৌঁছেছে যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। নতুন এই উদ্যোগগুলোর বাস্তবায়ন ইউরোপের জন্য বড় এক চ্যালেঞ্জ বলে মনে করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

ইউরোপীয় ইউনিয়নের আহ্বানে জরুরী বৈঠকে ১১টি ইইউভুক্ত এবং ইইউ এর বাইরের ৩টি দেশ অংশ নেয়। তবে তুরস্ক বৈঠকে অংশ নেয়নি।

এর আগে অভিবাসন-প্রত্যাশীদের ঢল ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলো বলকান দেশগুলো। অন্যদিকে জার্মানি ও অস্ট্রিয়া সীমান্ত বন্ধ করলে সার্বিয়া ও রোমানিয়ার সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করার কথা বলেছে বুলগেরিয়া।