চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অফিস শুরুর দিনে রাজধানীতে মানুষের স্রোত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে কর্মজীবি মানুষের ফিরে আসার হার বাড়ছে। সড়ক-নৌ ও রেলপথে রাজধানী ফেরা মানুষের ভোগান্তি কমাতে কাজ করছে সমন্বিত কমিটি।

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া মানুষেরা ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছে। কর্মস্থলে যোগ দিতে হবে তাই ভোগান্তি এড়াতে আগে ভাগেই রাজধানীর পথ ধরেছে অনেকে।

নৌপথে আসা মানুষেরা ভোরের আলো ফোটার আগেই এসে পৌঁছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিটি লঞ্চেই ছিল ঢাকায় ফেরা মানুষের ভিড়।

মহাখালী-সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালেও বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। ঈদ এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি অফিস আদালতে এবারের ছুটি ছিল ৯ দিনের। শনিবার ছুটির শেষ দিন তাই এই দিনটিতেই নাড়ির টান ছেড়ে কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী কর্মজীবী ও নানা শ্রেণীপেশার মানুষেরা।

অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই খুলেছে আর বাকিগুলোও খুলবে দু’একদিনের মধ্যে। স্বজনদের ছেড়ে ফিরে আসতে মন না চাইলেও তাই শিক্ষার্থীদেরও ফিরতে হয়েছে রাজধানীতে।

পরের ছুটির আমেজ কাটিয়ে কর্মস্থলে আসা মানুষের ভিড়ে রাজধানী ফিরে পেতে শুরু করেছে তার চিরচেনা ব্যস্ত নগরী রূপে।