চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অন্তর্বাসের আকারের ভিত্তিতে ডিসকাউন্ট দিয়ে তোপের মুখে রেস্টুরেন্ট

অন্তর্বাসের আকারের ভিত্তিতে ডিসকাউন্ট অফার দিয়ে তোপের মুখে পড়েছে চীনের একটি রেস্টুরেন্ট।

কিয়ানজ্যাং ইভিনিং পোস্টে প্রকাশিত খবর থেকে জানা যায়, জেজ্যাং প্রদেশের হ্যাংঝো এলাকায় ট্রেন্ডি শ্রিম্প রেস্টুরেন্টে টাঙানো বিলবোর্ড দেখে কাউন্সিলে অভিযোগ জানায় স্থানীয় জনগণই।

অভিযোগকারীরা এই ধরনের বিজ্ঞাপনকে ‘কুরুচিপূর্ণ বিজ্ঞাপন’ হিসেবেই মনে ধরেন। এবং তারা এটাও বলেন, এটা নারীদের প্রতি একধরনের বৈষম্য।

রেস্টুরেন্টটির বিজ্ঞাপনে বেশ কিছু নারীকে কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়। সেখানে অন্তর্বাসের আকারের ভিত্তিতে ডিসকাউন্টের পরিমাণও তুলে ধরা হয়।

গত ১ আগস্টে এই বিজ্ঞাপনটি প্রকাশ করে রেস্টুরেন্টটি। পরে তোপের মুখে সরিয়েও নেয়। কিন্তু ট্রেন্ডি শ্রিম্পের জেনারেল ম্যানেজান ল্যান শেনগ্যাং নিজেদের সাফাই গেয়ে বলেন, এরপরেই নাকি তাদের বিক্রি বেড়ে যায় ২০ শতাংশ। সঙ্গে বলেন, এরপরে তারা এমন কিছু মেয়ের দেখা পান যারা নিজেদের নিয়ে গর্বিত এবং তাদের কিছুই লুকানোর নেই।

তবে বিব্রতকর পরিস্থিতি এড়াতে নাকি তিনি মেয়েদের সঙ্গে কথা বলার জন্য মেয়ে ওয়েটারদেরই বেছে নিয়েছিলেন।

চীনে এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে সুন্দর চেহারাতে ডিসকাউন্ট দিয়েছিলো চীনের একটি রেস্টুরেন্ট হেনান। তার একমাস পর ইটারি ইন চংকিংয়ে বাড়তি ওজনের পুরুষ ও কম ওজনের নারীদের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়।