চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনিমেষ আইচের দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে ৪ আগস্ট

এরই মধ্যে জানা হয়ে গেছে, আগামী ৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি। আজ ১৩ জুলাই বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে তা জানানো হলো। আরটিভির সভাকক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অনিমেষ আইচ আর ছবির প্রতি শুভকামনা জানাতে আসেন সৈয়দ হাসান ইমাম, সংগীতশিল্পী মমতাজ, সুরকার প্রিন্স মাহমুদ, গীতিকার আসিফ ইকবাল, তৌকীর আহমেদ, ভাবনা, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, গিয়াস উদ্দিন সেলিম, দীপংকর দীপনসহ এ সময়ের কয়েকজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। ছিলেন

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন অনিমেষ আইচ। ছবিটি প্রযোজনা করেছে স্কয়ার ফিল্ম কোম্পানি। সহযোগী হিসেবে আছে আরটিভি।

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’ ছবিকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ছবিতে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় আর ভাবনা। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এরই মধ্যে ইউটিউবে ছবিটির টিজার ও গান মুক্তি পেয়েছে।

‘ভয়ংকর সুন্দর’ ছবির পোস্টার
‘ভয়ংকর সুন্দর’ ছবির পোস্টার

অনিমেষ আইচ বললেন, ‘আমার দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে। সবাইকে দেশের সিনেমার স্বার্থে পাশে থাকার অনুরোধ জানাই। আগে হলে গিয়ে সিনেমাটি দেখুন, তারপর আলোচনা-সমালোচনা করুন। আমি ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের সমালোচনার জন্যই প্রস্তুত।’

মমতাজ বলেন, ‘আমি সিনেমাটির জন্য একটি গান গেয়েছি। গানটি অনেক সুন্দর হয়েছে। যতদূর জানি আমাদের নিজস্ব ধারার গল্প নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি। যা সবার ভালো লাগবে।’

ভাবনা বলেন, ‘অনিমেষের নাটকে অভিনয় করার সময় তার পরিচালনায় সিনেমাতে অভিনয় করার ইচ্ছে হতো। স্বপ্ন পূর্ণ হলো। আমার প্রথম সিনেমাতে এতো গুণী মানুষকে একসঙ্গে পেয়েছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের।’

‘ভয়ংকর সুন্দর’ ছবির ট্রেলার: