চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনলাইনে ক্লাস ও শিক্ষা কার্যক্রম বয়কটের ঘোষণা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র/ছাত্রীদের জোরপূর্বক অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে দাবি করে তার প্রতিবাদে সকল ধরনের ক্লাস ও কার্যক্রম বয়কটের ডাক দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন।

রোববার প্রাইভেট ইউনিভারসিটির শিক্ষার্থীদের পক্ষে নোকিব হোসেন রিদম এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসি এবং শিক্ষা মন্ত্রনালয় থেকে অনলাইনে কার্যক্রম চালানোর জন্য যে নোটিশ দেয়া হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এঅবস্থায় অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করা এবং পরীক্ষা দেয়া মোটেও সম্ভব নয়। বিভিন্ন ইউনিভারসিটি সেমিস্টার ফি ও চেয়ে বসেছে, এ যেনো মরার উপর খরা ঘা! যারা ৪ মাস বেতন জমিয়ে টাকা জমা দিতো, তারা কিভাবে দিবে? তাদের টাকা কোত্থেকে আসবে এমতাবস্থায়? তাছাড়া এখন হচ্ছে রোযার মাস। মানুষের খরচ এই মাসে একটু বেড়েই থাকে। অনেকের তো ভালো ইফতারেরই ব্যবস্থা হচ্ছে না, তারা কি পড়াশোনা ছেড়ে দেবে?

ইউজিসি এবং শিক্ষা মন্ত্রনালয়ের এরকম  সিদান্তের প্রতিবাদে আজ থেকে সকল ধরনের ক্লাস ও শিক্ষা কার্যক্রম বয়কট করা হলো জানিয়ে ইউজিসি’র পরবর্তী নোটিশ আসা পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে।